রেলের ভাড়া বাড়ছে ৪ মে ২০২৪ থেকে

রেলের ভাড়া বাড়ছে ৪ মে থেকে

এ বছর ৪ মে ২০২৪ হতে রেলের ভাড়া ভাড়ছে বলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে ঘোষনা করেছে। যেসব ট্রেনের ভাড়া ভাড়ছে সেগুলো হলো যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে সব ক্ষেত্রে নয় রেলের ভাড়া ভাড়ছে শুধুমাত্র ১০০ কিলোমিটার এর বেশী দুরত্বের ক্ষেত্রে।

রেলের ভাড়া ভাড়ছে কেন? বর্তমানে বিদ্যমান বাংলাদেশ রেলওয়ের রেয়াত-সুবিধা প্রত্যাহার করার কারনে রেলের ভাড়া ভাড়ছে। এক নজরে রেলের ভাড়া বৃদ্ধির বিস্তারিতঃ

০-১০০ কিমি পর্যন্ত =ভাড়া বাড়বে না

১০১-২৫০ কিমি পর্যন্ত = ভাড়া বাড়বে ২০%

২৫১-৪০০ কিমি পর্যন্ত =ভাড়া বাড়বে ২৫%

৪০১ কিমির বেশি=ভাড়া বাড়বে ৩০%

রেলের ভাড়া বাড়ছে ৪ মে ২০২৪ থেকে

যেকোন পণ্য বা সেবা ব্যবহারের পরিমান বৃদ্ধি পেলে খরচ হ্রস পাবে এটা সার্বজনীন বাস্তবতা। সেখানে বাংলাদেশি রেলওয়ে কি একটু উল্টা পথে হাঁটছে? বরং রেলওয়ের অন্যান্য ত্রুটি নিরসন করে করে ক্ষতি কমিয়ে সরকারের রাজস্ব বৃদ্ধি করতে পারত।

উল্লেখ্য, ২০১২ সালে রেলের ভাড়া গড়ে ৫০ শতাংশ বৃদ্ধি করা হয় এর পর ৭.৫০ শতাংশ ভাড়া বৃদ্ধি পায় ২০১৬ সালে।

তবে শ্বস্তির খবর আছে ঢাকা হতে নরসিংদী, জয়দেবপুর, ফরিদপুরসহ যারা ১০০ কিলোমিটারের কম দুরত্বে যাদের যাতায়াত; তাদের কোনো ট্রেনেই ভাড়া বাড়বে না।

Leave a Reply