কুয়েত সরকার আকামা নবায়নে নতুন নিয়ম চালু করেছে

iqama renewal in quwait

এখন হতে কুয়েতে প্রবাসীরা আকামা নবায়ন করতে গেলে তাদের বিদ্যুৎ বিল, পানির বিল, পোস্ট অফিসসহ সরকারি অন্যান্য যে কোনো পরিশোধ থাকতে হবে। এজাতীয় কোন ইউটিলিটি বিল বাকী থাকলে অভিবাসীরা আকামা নবায়ন করতে পারবেন না।

আকামা নবায়নেরর এই নতুন আইন কার্যকর হরয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে।

আরেকটি গুরুত্বপূর্ণ আইন চালু করেছে কুয়েত সরকার। প্রবাসীদের বিদ্যুৎ বিল, পানির বিল, পোস্ট অফিসসহ সরকারি অন্যান্য যেকোনো সরকারী বিল সংক্রান্ত কোন ধরনের পরিমানা থাকলে তা পরিশোধ করা চাড়া ঐ প্রবাসী কুয়েত ত্যাগ করতে পারবে না।

১৯ আগষ্ট ২০২৩ তারিখ তে চালু হয়েছে আরেক আইন আর সেটা হলো কোন প্রবাসী কুয়েত ত্যাগ করতে হলে তাকে অবশ্যই ট্রাফিক জরিমানা (যদি থাকে) পরিশোধ করতে হবে। বিদ্যুতের বকেয়া বিল সংক্রান্ত নিয়ম একই।

এছাড়া নাম, ওয়ার্ক পারমিটের জন্ম তারিখ এবং জাতীয়তা সম্পর্কিত কোন তথ্য সংশোধন ও নিষিদ্ধ করেছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (Public Authority for Manpower)।

One thought on “কুয়েত সরকার আকামা নবায়নে নতুন নিয়ম চালু করেছে

Leave a Reply