কিভাবে ঋণ হতে মুক্তি পাবেন?

কিভাবে ঋণ হতে মুক্তি পাবেন

আপনি ঋণের ভারে জর্জরিত, পাওনাদার আপনাকে নাজেহাল করছে। জীবন অতিস্ট হয়ে গেছে। নিজেকে ধিক্কার দিচ্ছেন, হতাশায় জীবন আর ভালো লাগছে না। কিভাবে ঋণ হতে মুক্তি পাবেন এই চিন্তায় আপনি দিশেহারা! এমন পরিস্থিতিতে একিন মনে মহান মালিক আল্লাহর সাহায্য চান।

আল্লাহকে হাজির নাজির মনে করে, ধরুন আপনি আল্লাহর সাথে কথা বলছেন এবং আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তারপর বলুনঃ

কিভাবে ঋণ হতে মুক্তি পাবেন উপায় আল্রাহই আপনাকে দেখিয়ে দিবে। আর সেজন্য বাংলায় বলুন,

“হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।”

আর আরবিতে বলুন’

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

বাংলায় আরবি উচ্চারণ :

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল

এভাবে মন হতে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আপনাকে ঋণ হতে মুক্তি দিবেন ইনশাল্লাহ।

উৎসঃ

বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩ তাছাড়া পূর্বে ৩৪.২ নং দুআ এ গত হয়েছে।

Leave a Reply