ঈদের দিন নফল নামায সম্পর্কিত বিশেষ মাসালা

ঈদের দিন নফল নামায সম্পর্কিত বিশেষ মাসালা

আমরা সাধারণত অনেকে ফজরের নামাযের পর ইসরাকের নামাযসহ অন্যান্য নফল নামায পড়ে থাকি। কিন্তু দুই ঈদ অর্থাৎ ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহার দুই দিনে ফজরের সালাতের পর ঈদের নামাযের আগে অন্য কোন নামায পড়া যাবে না। যেহেতু ঈদের নামায ওয়াজিব তাই কারো যদি ফজরের নামায কাযা থাকে তাহলে ঈদের নামাযের আগে তার ফজরের নামায আগে আদায় করতে হবে তারপর ঈদের নামায পড়তে হবে। অর্থাৎ দুই ঈদের দিন ফজরের নামাযের পরে এবং ঈদের নামাযের আগে কোন নফল নামায পড়া যাবে না। সুতরাং ঈদের দিন নফল নামাজ সম্পর্কিত বিশেষ মাসালা জেনে সেই ভাবে এবাদত করা উচিৎ।

Leave a Reply