বঙ্গবন্ধু টানেলে যেসব যানবাহন টোল মুক্ত চলাচল করতে পারবে

বঙ্গবন্ধু টানেলে যেসব যানবাহন টোল মুক্ত চলাচল করতে পারবে

জরুরী ও জনসেবায় নিয়োজিত সরকারী বিভাগসমুহ যেমনঃ পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনীর যানবাহন জরুরি প্রয়োজনে টানেলের ভেতর টোল ছাড়া চলাচল করতে পারবে। বঙ্গবন্ধু টানেলে যেসব যানবাহন টোল মুক্ত তার সঠিক ও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ায় এবিষয়ে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে না।

কিছুটা দেরীতে হলেও টানেলের ভেতর অতিরিক্ত গতির যানবাহন জব্দ করা এবং সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক আইনী ব্যবস্থা নেওয়াসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১৭ এপ্রিল ২০২৪ রোজ বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ ”নিরাপত্তা ও সুরক্ষা” বিষয়ক অনুষ্ঠিত সভায় এধরনের বেশ কিছু সিদ্ধান্তের নেওয়ার বিষয়ে অবহিত করেন।

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩ সালের ২ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়োজিত রয়েছে।

এর পাশাপাশি নগর পুলিশ (সিএমপি) দুর্ঘটনা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহনের দায়িত্বে রয়েছে।

সুতরাং এখন হতে অপারেশনাল কার্যক্রম চলাকালীন পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস এর যানবাহন টোল-ফ্রি চলাচল করতে পারবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Leave a Reply