উমরা ভিসা নিয়ে সুখবর যে কোন সৌদি ভিসায় উমরাহ

উমরার নতুন নির্দেশনা

আগে শুধুমাত্র উমরাহ ভিসাধারী ব্যাক্তিরাই সৌদি আরবের মক্কায় উমরা পালন করতে পারতেন। তবে বর্তমানে সৌদিতে গমনকারী যেকোনো ভিসাধারী ব্যক্তি সৌদি আরবে অবস্থান ওমরা পালন করতে পারবেন। আসুন উমরা ভিসা নিয়ে সুখবর জানা যাকা বিস্তারিত।

সৌদি আরবের ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক্স হ্যান্ডালে বলেন পৃথিবীর যে কোন দেশের নাগরিক যেকোনো ধরনের ভিসাধারী ব্যক্তি সৌদি আরবে আসলে তিনি পবিত্র উমরা পালন করতে পারবেন।

ব্যক্তিগত পারিবারিক ট্রানজিট ভিসা বা যে প্রকারের ভিসাই হোক না কেন কোন ব্যক্তি উক্ত ভিসার অধীনে পবিত্র ওমরা পালন করতে পারবেন।

অর্থাৎ সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা মতে আপনি যে ভিসাতেই সৌদি আরবে না কেন ওমরা পালনে আপনার কোন সমস্যা হবে না।

তবে উমরাহ ও হজ পালনের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ নুসুক অ্যাপ এর মাধ্যমে ওমরা পালনের বিষয়ে অধিকতর উৎসাহিত করেছে। কোন ব্যক্তি যখন নুসুক অ্যাপ এর মাধ্যমে ওমরা জন্য রেজিস্ট্রেশন করবেন তিনি নুসুক ওমরা করার সময় অবশ্যই উল্লেখ করবেন।

মজার ব্যাপার হল ওমরা কালীন সময়ে সৌদিতে হোটেল বুকিং গমনা গমন এইসব বিষয় নুসুক এর মাধ্যমে সম্পন্ন করা যায়।

যে মানুষ অর্থনৈতিক কারণে শারীরিক ওমরা তে আসতে পারেন না তাদের পালনে গীতা মূলত এই নিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। আরো উল্লেখ করার মতো সেটি হচ্ছে কর্তৃপক্ষ বর্তমানে তোমরা ভিসার মেয়াদ এক মাস হতে তিন মাস করেছে।

কোন ব্যক্তি আকাশপথে পথে সড়কপথে পাবে আসলে তিনি করতে পারবেন আরো একটি যোগ কর্তৃপক্ষ ওমরা সংক্রান্ত সেটি হল নারী হাজীদের জন্য পুরুষ সঙ্গী কথা তুলে দেওয়া এই সিদ্ধান্ত নিয়ে যদিও কিছুটা বিতর্ক রয়েছে তারপরও কর্তৃপক্ষ নারী হাজীদের জন্য পুরুষ সঙ্গী কথাটি বাতিল করেছে অর্থাৎ এখন কোন নারী চাইলে সঙ্গী ছাড়াই ওমরা পালন করতে পারবেন।

এর বাইরে উপসাগরীয় সহযোগিতা সংস্থাভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসকারী প্রবাসী নাগরিক এবং শেনজেনভূক্ত দেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসাধারীরা এখন থেকে সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ও7মরাহ পালনের অনুমতি নিতে পারে।

Leave a Reply