ইসলাম কত সহনশীল এবং জীবনমুখী!

ইসলাম কত সহনশীল এবং জীবনমুখী

ইসলাম কত সহনশীল এবং জীবনমুখী তা বুঝার জন্য আসুন একটি হাদিস জেনে নিই। ইসলাম কঠোরতা আর ভয় ভিতির জন্য নয়।

সহিহ বুখারীতে এই হাদিস এর ক্রমিক নং ১২০৯
মান এবং শুদ্ধতা বিচারে এই হাদিটির মান: সহিহ হাদিস

আরবীতে হাদিদসটি নিম্নরুপঃ

‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَمُدُّ رِجْلِي فِي قِبْلَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَرَفَعْتُهَا، فَإِذَا قَامَ مَدَدْتُهَا‏.‏

এই হাদিসটি হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত এবং বাংলায় হাদিসটি নিম্নে বর্ণনা করা হলোঃ

হযরত আয়েশা (রাঃ) বলেন, “নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায়কালে আমি তাঁর কিব্‌লার দিকে পা ছড়িয়ে রাখতাম; তিনি সিজদা‌র করার সময় আমাকে খোঁচা দিলে আমি পা সরিয়ে নিতাম; তিনি দাঁড়িয়ে গেলে আবার পা ছড়িয়ে দিতাম”।


Leave a Reply